শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অবশেষে জাতিসংঘের অন্তর্ভুক্তিতে রাজি মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চলমান প্রক্রিয়ায় অবশেষে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার। তারা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) যুক্ত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল ঢাকায় ইসলামিক জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন সম্মেলনবিষয়ক এক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা হচ্ছে। প্রথমদিকে মিয়ানমার কোনো ডকুমেন্টেই ইউএন বা ইউএনএইচসিআরকে অন্তর্ভুক্ত করার কথা লিখতে রাজি ছিল না। তবে আমরা আমাদের অংশে অন্তর্ভুক্তির কথা লিখেছিলাম। আমরা ইতিমধ্যে জাতিসংঘ সংস্থাকে সম্পৃক্ত করেছি। আশার কথা হচ্ছে, মিয়ানমার সরকার এখন ইউএনএইচসিআরের সঙ্গে যুক্ত হয়েছে। এটা জাতিসংঘ আমাদের নিশ্চিত করেছে। এটা একটা খুবই বড় ইতিবাচক        উদ্যোগ বা পদক্ষেপ। এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে আশা করি সমস্যাগুলোর সমাধান হবে।’ গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে  রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, নির্যাতনের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।

সর্বশেষ খবর