শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান

--------- র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান

র‌্যাব মহাপরিচালক (জিডি) বেনজীর আহমেদ বলেছেন, মাদক নির্মূলে র‌্যাব শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা অনুযায়ী সব সংস্থার সমন্বয়ে এ অভিযান শুরু হবে। কারণ মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ের প্রধান গেটে ‘স্বাধিকার, স্বাধীনতা-স্বপ্নগাথা’ শিরোনামে শিল্পকর্ম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় র‌্যাব, নৌ-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব ডিজি বলেন, র‌্যাব সৃষ্টিকাল থেকেই মাদক নির্মূলে ভূমিকা রাখছে। প্রতি বছরই কোটি কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। তার পরেও মাদকের ভয়াবহতা কমছে না। এটি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব সংস্থার সমন্বয়ে সাঁড়াশি অভিযানে নামবে র‌্যাব। জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকায় দেশ শান্তিময় অবস্থায় আছে। তবে আমরা এতেও সন্তুষ্ট নই। সুতরাং জঙ্গিবাদ থেকে আমরা দৃষ্টি সরাব না। এদেশের বুকে জঙ্গিবাদের বিষাক্ত নিঃশ্বাস ফেলতে দেয়া হবে না।

সর্বশেষ খবর