শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কোনো ব্যবসায়ীকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না

— এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কোনো ব্যবসায়ীকে অন্যায়ভাবে হয়রানি করবে না এনবিআর। যারা রাজস্ব ফাঁকি দেয়, অনিয়ম করে তাদের শাস্তির দেবে। যারা আওতার বাইরে তাদের কর দিতে বাধ্য করা হবে। এতে ভালো ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানি করা হবে না। গতকাল রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে বাজেট ২০১৮-১৯ উপলক্ষে আয়োজিত প্রাকবাজেট আলোচনায় তিনি এ আশ্বাস দেন। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হবে ব্যবসাবান্ধব। ব্যবসায়ীরা নির্ধারিত হারে কর দিলে তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না। ন্যায্য কর আদায় করবে এনবিআর। কেউ হয়রানির শিকার হলে আমার কাছে অভিযোগ দিতে পারবেন। যারা কর ফাঁকি দেয় তাদের করের আওতায় আনা হবে। তাদের বিষয়ে কঠোর হবে এনবিআর। তিনি বলেন, অনেক অসাধু ব্যবসায়ী মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করেন। রাজস্ব ফাঁকি দিতে নানা ধরনের অসাধু উপায় খুঁজে বের করেন। কম দেখিয়ে পরিমাণ বেশি আনেন। এদের বিরুদ্ধে ব্যবসায়ীদেরও সজাগ থাকতে হবে। হয়রানি করা হয় বলে যে অভিযোগ তাও সবসময় সঠিক নয়। অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নতি হলে রাজস্ব বৃদ্ধি পাবে। কোনো ব্যবসায়ীর কর দিতে আপত্তি নেই। সরকারের বর্তমানে সব ধরনের বৃহৎ উন্নয়ন প্রকল্প নিজস্ব অর্থায়নে হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হলে বাজেটের আকার বাড়াতে হবে। আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। এ অর্থ সংস্থানের জন্য বর্তমানের চেয়ে প্রায় ৪৫ শতাংশ রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যমাত্রা পূরণ করতে করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, শিল্প-কারখানা করতে হলে পরিবেশ রক্ষার দিকে সবাইকে নজর দিতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প করতে দেওয়া হবে না। এ ছাড়া দেশি শিল্প রক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

সর্বশেষ খবর