শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদা ছাড়া নির্বাচন নয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খালেদা ছাড়া নির্বাচন নয়

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার বিএনপির শীর্ষ নেতৃত্বকে কারাগারে অন্তরীণ রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলনকশা করছে। তারা গণতন্ত্রে নয়, একদলীয় বাকশালে বিশ্বাসী। তাই তারা আবারও ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু সরকারকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাইরে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। গতকাল সকালে রাজশাহী মহানগর কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক ভূমি উপমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন। দুলু বলেন, ৩১ মার্চের পরিবর্তে স্থানীয় প্রশাসন ৪ এপ্রিল মৌখিকভাবে সমাবেশের অনুমতি দেয়। এখন আবার তা নাকচ করছে। প্রশাসন বার বার তাদের সমাবেশ বানচালের ষড়যন্ত্র করছে। তাই এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে  আগামী ১৫ এপ্রিল বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আশা করি প্রশাসন এতে আর বাধা দেবে না। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দেবে। তিনি বলেন, আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের অনুমতি না দিয়ে বর্তমান সরকার যে স্বৈরশাসক, তা আবারও প্রমাণ দিল। এই স্বৈরশাসকের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কাজেই এই সরকারের পতন ঘটাতে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রাম চলছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন-অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর