শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন

—— নূরে আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেছেন, দেশে দুর্নীতি চলছে। ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা সর্বহারা হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক ২৩ মার্চ পতাকা দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নূরে আলম সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধুকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হলে ছাত্রলীগ সেই গাছের শেকড়। যে ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতার বার্তা সারা দেশে পৌঁছে দিয়েছিলেন, বঙ্গবন্ধুর দেশে আজ তারা অবহেলিত। যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেছিল আজ তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে। তারা সরকারের মন্ত্রিসভায়। নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের নেতা জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, নুরুল ফজল বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন। শেখ শহীদুল ইসলাম বলেন, আজ নিজেকে নেতা বানানোর জন্য পতাকা উত্তোলক হিসেবে দাবি করা হচ্ছে। এতে ইতিহাস বিকৃত হচ্ছে। বঙ্গবন্ধুর নির্দেশে একাত্তরের ২৩ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। এটিই প্রকৃত ইতিহাস। কাজী ফিরোজ রশীদ বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যারা মুক্তি সংগ্রামের বার্তা গ্রামগঞ্জে পৌঁছে দিয়েছিল আজ তাদের নাম কোথাও নেই। অনেকে নেতা হওয়ার জন্য বঙ্গবন্ধুর ছবির পাশে ছবি দিয়ে পোস্টার তৈরি করছেন, এটি বন্ধ হওয়া দরকার। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, বর্তমানে দেশে রামরাজত্ব চলছে। মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আইনের শাসন চায়। সুষ্ঠু নির্বাচন চায়।

সর্বশেষ খবর