শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নিখুঁত ছকেও মিলল না রেহাই, ব্যক্তিগত সহকারী কারাগারে

আইনজীবী রথীশ হত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নিখুঁত ছকেও মিলল না রেহাই, ব্যক্তিগত সহকারী কারাগারে

রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যাকাণ্ডে ‘নিখুঁত’ পরিকল্পনাও ফলপ্রসূ হয়নি।

আসামি করা হয়েছে আরও একজনকে। গতকাল বিকালে রথীশের ব্যক্তিগত সহকারী (পিএ) মিলন মহন্তকে অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা গতকাল মিলন মহন্তকে রথীশ হত্যা মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। লাশ উদ্ধারের আগের দিন মিলনকে আটক করে পুলিশ। আদালত পরিদর্শক এ বি এম রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ মামলায় পাঁচজনকে আসামি দেখানো হলো। এর আগে রথীশের স্ত্রী দীপা ভৌমিক, তার প্রেমিক কামরুল ইসলাম মাস্টার, তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ ইসলাম ও রোকনুজ্জামানকে এ মামলায় আসামি দেখানো হয়। এ চার আসামিকে কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমীন জানান, মিলন মহন্ত (৩০)  ব্যক্তিগত সহকারী হওয়ায় তিনি রথীশচন্দ্রের        বাড়িতে সব সময় যাতায়াত করতেন। তার বাড়িতে মাঝে মধ্যে থাকতেন। রথীশের স্ত্রীর সঙ্গে সদ্ভাব ছিল। হত্যাকাণ্ডের ঘটনা তিনি জানেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের দিন মিলন মহন্ত রথীশের বাড়ির বাইরে নজরদারির দায়িত্বে ছিলেন। এদিকে, রথীশচন্দ্র হত্যার ঘটনায় গতকাল দুপুরে নগরীতে শোকর‌্যালি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এ ছাড়া রংপুর আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে তিন দিনের শোক পালন করছেন আইনজীবীরা।

সর্বশেষ খবর