শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন

বিএনপির মনোনয়নপত্র নিলেন আট নেতা, আজ শুরু আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে লড়াই করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুরের বর্তমান মেয়র অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান ও খুলনার মেয়র মনিরুজ্জামান মনি। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, আজ বাদ জুমা মেয়র পদে দলের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন। বিএনপিতে দুই সিটিতে দলের প্রতীক পেতে গতকাল আটজন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রতি প্রার্থী ১০ হাজার টাকা দিয়ে এ মনোনয়নপত্র নেন। প্রার্থীদের আজ বিকাল ৫টার মধ্যে ২৫ হাজার টাকা জামানত দিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। রবিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার। গতকাল গাজীপুর থেকে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন বর্তমান মেয়র দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র আবদুল মান্নানের ছেলে এম মনজুরুল করীম রনি, জেলা ছাত্রদল সভাপতি শরাফত হোসেন ও জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার। একইভাবে খুলনায় দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন বর্তমান মেয়র ও খুলনা মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সর্বশেষ ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অধ্যাপক আবদুল মান্নান এবং ওই বছরের ১৫ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনিরুজ্জামান মনি বিজয়ী হয়েছিলেন। গাজীপুরে মেয়র পদে ইসির মনোনয়নপত্র নিলেন নয়জন : গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ মেয়র পদে নয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুর প্রতিনিধি জানান, এর মধ্যে বর্তমান মেয়র ও তার পুত্রও রয়েছেন। বিকাল পর্যন্ত মেয়র পদে ৯, সাধারণ কাউন্সিলর পদে ২৪১, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮— মোট ৩১৮ জন মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, গাজীপুর সিটির এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার শুরু হয়।

সর্বশেষ খবর