শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মন খারাপের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মন খারাপের কিছু নেই

দেশের বিভিন্ন স্থানে সফরের সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার বিষয়ে বিএনপির মন খারাপ করার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি এই মন্তব্য করেন। সাবেক এই সিইসি বলেন, এই অফিসটার (প্রধানমন্ত্রীর) কাজ এমনই যে, জনগণের কাজ আর দলের কাজ  বিচ্ছিন্ন করে দেখা মুশকিল। এটা দেখা যায় না। আমি এইভাবে দেখছি যে, এটা ক্ষমতায় থাকার একটা সুবিধা। যে দল যখন ক্ষমতায় যাবে, তারা এই সুবিধা নেবে। এটা নিয়ে (বিএনপির) মন খারাপের কিছু নেই। এ জন্য তো (সবাই) ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট এ ধরনের প্রচারণা করে থাকেন। গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণে’ রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকরা। এ ছাড়া গতকাল প্রশিক্ষণের প্রথম দিনে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ও সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ প্রশিক্ষক হিসেবে অংশ নেন। স্বাগত বক্তব্য দেন পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর