মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মোদির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

মোদির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক

দিল্লিতে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন —বাংলাদেশ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে উন্নতি ও অর্থনৈতিক মুক্তির পথে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য গতকাল দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চ প্রশংসা করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আওয়ামী লীগের এক নেতা জানান, মোদি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করার সময় তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোদি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশকে নিয়ে যাচ্ছেন।’

বাংলাদেশের বর্তমান উন্নতির বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরে তিনি বলেন, ‘এখন পাকিস্তানের অবস্থান কোথায়?’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলটি ৩ দিনের সফরে রবিবার ঢাকা থেকে নয়াদিল্লি এসেছে। আওয়ামী লীগ নেতারা জানান, ভারতীয় প্রধানমন্ত্রী সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মোদি বলেছেন, এ সংকটের ব্যাপারে বাংলাদেশের নেওয়া ভূমিকা ভারত সমর্থন করে। ভারত সংকটটির আশু সমাধান চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি ভারতীয় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গেও দেখা করে এবং সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করে। পরে তারা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা এম জে আকবরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। তারা বিজেপির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায়ও মিলিত হন। এ ছাড়া প্রতিনিধি দলটি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। প্রতিনিধি দলটি মঙ্গলবার দেশে ফিরে যাবে। প্রতিনিধি দলে রয়েছেন— প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক ও আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিসবাহ উদ্দিন সিরাজ, এ এফ এম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী, উপদফতর ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য গোলাম কবির রব্বানী চিনু।

সর্বশেষ খবর