মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ সম্পাদককে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’ মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আইনি নোটিস দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই বক্তব্য প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনকেও নোটিস পাঠানো হয়েছে। গতকাল রেজিস্ট্রি ডাকযোগে নোটিস পাঠান তারেকের আইনজীবী ও বিএনপির  আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আগামী ১০ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই নোটিসে। কায়সার কামাল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২১ এপ্রিল লন্ডনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। নোটিসে বলা হয়েছে, এটি একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ। সত্যাসত্য যাচাই না করে এমন সংবাদ পরিবেশন করা পেশাগত আচরণবিধি ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। এটি ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ। কায়সার কামাল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এমন অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে দেশে-বিদেশে সামাজিক ও রাজনৈতিকভাবে তার সম্মান ও মর্যাদাহানি ঘটানো হয়েছে। নোটিসে আমরা আগামী ১০ দিনের মধ্যে পাসপোর্ট জমা ও নাগরিকত্ব বর্জনসংক্রান্ত বক্তব্যের যথাযথ প্রমাণ দিতে বলেছি। প্রমাণ দিতে না পারলে ওই বক্তব্য প্রত্যাহার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা করা হবে। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে প্রকাশিত প্রতিবেদন ওই সময়ের মধ্যে বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২১ এপ্রিল লন্ডনে একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশ প্রতিদিন এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদেরও বক্তব্য প্রকাশ করে; যাতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্যকে অসত্য ও বানোয়াট বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর