মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সরকারের সহায়তা ছাড়া ভালো ভোট সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

সরকারের সহায়তা ছাড়া ভালো ভোট সম্ভব নয়

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের সহায়তা ছাড়া কখনো ভালো নির্বাচন সম্ভব নয়। সেনাবাহিনী ছাড়া সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানি না। তবে জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী ছাড়া হবে না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সেনাবাহিনী ছাড়া এখন বাংলাদেশে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করা অসম্ভব। কারণ জনগণ মনে করে, আমি ভোট দিলে কী হবে, প্রার্থী তো আগেই ঠিক করা। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের দিকে সবাই তাকিয়ে রয়েছে। কেননা এর ওপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সুজন সভাপতি ড. বদিউল আলম মজুমদারের পরিচালনায় আলোচনায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদ ড. তোফায়েল আহমেদ, বাসদ সভাপতি খালেকুজ্জামান ভূঁইয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অনুষ্ঠানে ‘নগরায়ণ ও নগর সরকার’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সহ-লেখক বিধান চন্দ্র পাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে। তারা চাইলে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হতে পারে। নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নেয়। বিরোধী দলে থাকলে তারা সেনাবাহিনী চায়। অথচ ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি সেটা হতে দেয়নি। 

সর্বশেষ খবর