মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের শরণার্থী শিবির ও সাত লাখ রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে মে মাসে বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। গ্লোব অ্যান্ড মেইলের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এর আগে গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের অভিযোগ উঠলে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো ভূমিকা রাখে কানাডা। সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ সম্মেলনেও ব্রিটেনকে সঙ্গে নিয়ে জোরালো ভূমিকা রেখেছে তারা।

সর্বশেষ খবর