শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে যান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব হারিয়েছেন। মন্ত্রী বলেন, তারেক রহমান ওয়ান ইলেভেন সরকারের আমলে রাজনীতি না করা ও দেশে না ফেরার মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। পরে বিভিন্ন মামলায় ১৭ বছরের সাজা হয় তার। অনেক আগেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে দেন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু উনারা (বিএনপি) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার নানা কৌশল অবলম্বন করছেন। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আয়োজিত শিক্ষা প্রকল্পের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, নবাগত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, সাবেক সচিব আলহাজ আজহারুল ইসলাম, প্রকৌশলী কবির আহাম্মদ ভূইয়া, আলহাজ কবির আহাম্মদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আবু জামাল রাজীব। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকৌশলী হাবিবুর রহমান ও বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ সরকার।

সর্বশেষ খবর