শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তারেক আমৃত্যু বাংলাদেশের নাগরিক

নিজস্ব প্রতিবেদক

তারেক আমৃত্যু বাংলাদেশের নাগরিক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমৃত্যু বাংলাদেশের নাগরিক। তাঁর পরিচয় কোনো পাসপোর্টের ভিত্তিতে হতে পারে না। নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক আশ্রয় কি না বুঝেই আওয়ামী লীগের মন্ত্রীরা তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। আমীর খসরু বলেন, ‘এক মন্ত্রী বলেছেন, তারেক রহমান নাগরিকত্ব ত্যাগ করেছেন। আরেকজন বলেছেন আপাতত ত্যাগ করেছেন। নাগরিকত্বে আপাতত বলে কোনো বিষয় নেই। পাসপোর্ট আপাতত হতে পারে। নাগরিকত্ব আপাতত হতে পারে না।’ তিনি বলেন, ‘বিএনপিতে তারেক রহমানের নেতৃত্ব এত বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ যে সেটি ক্ষমতাসীনদের পীড়া দিচ্ছে। ফলে তারা তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারের সুযোগ চেয়ে প্রস্তাব দিয়েছে। সেটা নিয়ে কমিশন উঠেপড়ে লেগেছে। অথচ এক সপ্তাহ আগেই আমরা কিছু প্রস্তাব দিলেও সেগুলো নিয়ে কোনো আলোচনাই করছে না ইসি।

সর্বশেষ খবর