শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

বাল্যবিবাহ রোধ করে মানব সম্পদে পরিণত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ রোধ করে মানব সম্পদে পরিণত করতে হবে

জাতীয় সংসদের স্পিকার ও বিএপিপিডি প্রকল্পের চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ একটি সামজিক ব্যাধি। বাল্যবিবাহ রোধ করে মেয়েদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। গতকাল জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) শীর্ষক প্রকল্প সম্পর্কে সফররত সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্লাটফরম

ফর চিলড্রেন শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ড. শিরীন শারমিন বলেন, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে বিএপিপিডি প্রকল্পের আওতায় জাতীয় সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, হুইপ আতিউর রহমান আতিক, শহিদুজ্জামান সরকার, সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, ইউনিসেফের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর জেন গফ, ডেপুটি রিজিওনাল ডিরেক্টর ফিলিপ কোরি, সার্ক সোশ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর রিশফা রাশেদ। অনুষ্ঠানে বাল্যবিবাহ সংক্রান্ত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে সফরকারী দলের সদস্যরা সংসদ ভবনের অধিবেশন কক্ষ, দক্ষিণ প্লাজা ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

সর্বশেষ খবর