শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে ত্রুটি থাকলে সংশোধন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে ত্রুটি থাকলে সংশোধন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো ধারায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করতে আমাদের আপত্তি নেই। প্রয়োজনে সংশোধন করা হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটির খসড়া পাস হওয়ার পর এটির কয়েকটি ধারা-উপধারা নিয়ে বেশ কিছু মহল থেকে পর্যবেক্ষণ এসেছে। এর মধ্যে এডিটরস কাউন্সিল ও সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধিরা আমার সঙ্গে কথা বলেছেন। আমি তাদের বলেছি, আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আইনটির সংশোধনী নিয়ে কথা হবে। সেই বৈঠকে এসব কথা বলা উপযুক্ত হবে মনে করে ওই বৈঠকে সাংবাদিক নেতাদেরও আমন্ত্রণ জানানোর কথা বলেছি। তিনি বলেন, পরে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর প্রতিনিধিরাও আমার সঙ্গে কথা বলে বৈঠকে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও আমার এই প্রস্তাব গৃহীত হয়েছে।

সর্বশেষ খবর