মঙ্গলবার, ৮ মে, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনে সরকারের আগ্রহ নেই

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনে সরকারের আগ্রহ নেই

বিএনপির গণজোয়ারে সরকার আতঙ্কে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সরকারের আগ্রহ নেই। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনায় নির্বাচনের প্রচারণা চলছে। সেখানেও ধানের শীষের পক্ষে ঢেউ উঠেছে। গাজীপুর যেহেতু বন্ধ আমাদের আরও নেতা খুলনা যাবেন, আরও ঢেউ উঠবে। গণজোয়ারে তারা আতঙ্কে রয়েছে। কাজেই কখন আবার খুলনাও বন্ধ করে দেওয়া হয় আল্লাহ জানেন। কারণ এ সরকার পরাজিত হতে চায় না।’ গতকাল দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেস ক্লাবে ২০-দলীয় জোটের শরিক ইসলামিক পার্টির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিনের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ন্যাপ-ভাসানীর সভাপতি আজহারুল ইসলাম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মণি, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা, ইসলামী ঐক্যজোটের যুগ্মমহাসচিব শওকত আমীন, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, সিনিয়র নেতা এজাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন। সরকারের পরিবর্তনে ‘শক্ত আন্দোলন’-এর যে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) নির্দেশে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছি। এর অর্থ এই নয় যে, সরকার যা খুশি তাই করবে আর আমরা সব সহ্য করব। আমাদের তৃণমূল থেকে চাপ আসছে। আজকে এই মিটিংয়ে নেতাদের বক্তৃতা আমরা দেখলাম-শুনলাম। অডিয়েন্স খুব খুশি। তাদের মনোভাব রাজপথে নামেন, শক্ত আন্দোলন করেন। এটা একটা গণদাবির মতো হয়ে যাচ্ছে। বিবেচনা করে নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যে কোনো সিদ্ধান্ত হবে। আমি বিশ্বাস করি, আপনারা সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।’ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘কারাগারে সরকার বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে। একদিকে তিনি সুবিচার পাননি। অন্যদিকে তার এ ধরনের মামলার এ ধরনের রায় এ ধরনের সাজায় তার যে বয়স, তার যে সামাজিক মর্যাদা এসব বিবেচনা করে যেদিন হাই কোর্টে আপিল গৃহীত হয়েছিল সেদিনই তার জামিন হওয়ার কথা।’

সর্বশেষ খবর