বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

শিক্ষা নিয়ে ঢং করা যায় না

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা নিয়ে ঢং করা যায় না

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, শিক্ষার মান না থাকলে সভ্যতা থাকবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্টেট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমার মতে সব মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে ১০ শতাংশ করা উচিত। আর শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ করা উচিত ৯০  ভাগ। তাহলে চল্লিশ বছর পরে শিক্ষায় যে অগ্রগতি হবে সেটি এক বছরেই  সম্ভব হবে। পৃথিবীর যা কিছু মহান তার সবই শিক্ষা থেকে আসা। তিনি উল্লেখ করেন, চোখ নিয়ে যেমন ঢং করা যায় না, তেমনি শিক্ষা নিয়েও ঢং করা যায় না। পিথাগোরাস সম্প্রদায়ের লোকেরা বলতেন, সব জিনিসই সংখ্যা। আমি বলি, আসলে সব জিনিসই হচ্ছে জ্ঞান। এ মানবসভ্যতা শিক্ষারই দান। এক কল্পকথার উদাহরণ দিতে গিয়ে সুন্দরী তরুণীর কথা শুনে গ্র্যাজুয়েটদের শিস দেওয়া সম্পর্কে এ শিক্ষাবিদ হাস্যরস করে বলেন, ‘লেখাপড়ার শক্তিকে না বাড়ালে সুন্দরী নারীর জন্য তরুণদের শুধু আর্তনাদই বাড়বে।’ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য দেন। স্টেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীমসহ অন্যরা এতে বক্তব্য দেন। সমাবর্তন অনুষ্ঠানে দুজনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ২১ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ৪৪ জন গ্র্যাজুয়েটকে ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই হাজার ২৬৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর