বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনে বিজয় দাবি

মালয়েশিয়ায় আবার ক্ষমতায় মাহাথির!

প্রতিদিন ডেস্ক

মালয়েশিয়ায় আবার ক্ষমতায় মাহাথির!

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় দাবি করেছেন ৯২ বছর বয়সী রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, তার নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটই গতকালের এ নির্বাচনে নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টে পর্যাপ্ত আসন জিতেছে। সূত্র : রয়টার্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ভোটের অনানুষ্ঠানিক ফলে বিরোধী জোটের দিকেই ভোটের পাল্লা ভারি দেখা গেছে। তবে তা ক্ষমতাসীন জোটের ৬১ বছরের নিয়ন্ত্রণের অবসান ঘটানোর জন্য যথেষ্ট কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। মালয়েশিয়াকে উন্নতির পথে নিয়ে যাওয়া মাহাথির মোহাম্মদ এবারের নির্বাচনে নিজ দলের বিরুদ্ধেই লড়াই করছেন। যে দলের হয়ে মাহাথির ২২ বছর ক্ষমতায় ছিলেন, সে দলেরই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে টেনে নামাতে তিনি এখন বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচন কমিশন থেকে আসা ভোটের আনুষ্ঠানিক ফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল (বিএন) জোট এ পর্যন্ত পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে। আর মাহাথিরের বিরোধীদলীয় জোট জিতেছে ১৬টি আসনে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসন ক্ষমতায় আসতে পারে। মাহাথির তার পাকাতান হারপান জোট জয় পেয়েছে বলেই মনে করছে। প্রধানমন্ত্রীর জোটের কথা উল্লেখ করে সাংবাদিকদের মাহাথির বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক ভোট গণনা থেকে আমরা মনে করি তারা অনেক পিছিয়ে পড়েছে। তারা সরকার গঠন করতে পারবে না বলেই মনে হচ্ছে।’ মাহাথিরের এ দাবি সম্পর্কে নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন জোটের মন্তব্য জানতে চাওয়া হলে তারা কেউই তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ খবর