বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সঙ্গে বসার কোনো সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সঙ্গে বসার কোনো সম্ভাবনা নেই

আলোচনার টেবিলে বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেবে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি তো রূপরেখা দিতে পারে, এখন কার সঙ্গে আলোচনা হবে জানি না। তবে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা  নেই। আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। বর্তমান সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনকালীন সরকারে থাকবে বর্তমান সরকার। সেই নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে কিন্তু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। গতকাল দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘তারুণ্য সম্পদ, তারুণ্যই ভাবিষ্যৎ: প্রয়োজন আদর্শিক নেতৃত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। হাসুমণি’র পাঠশালার সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হুইপ ইকবালুর রহিম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই নির্বাচন কমিশন গঠন হয়েছিল সার্চ কমিটির মধ্য দিয়ে। সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত তাদের দিয়েই সার্চ কমিটি গঠন করা হয়েছিল। এমনকি বিএনপির কাছেও নাম চাওয়া হয়েছিল, আমাদের কাছে নাম চাওয়া হয়েছিল। বিএনপির দেওয়া তালিকা থেকেও নির্বাচন কমিশনার বর্তমান কমিশনে রয়েছেন। কাজেই ভবিষ্যতে নির্বাচন কমিশন পুনর্গঠনের সম্ভাবনা নাই। তেমনি সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার বাংলাদেশে আর আসবে বলে আমি মনে করি না। সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি (মির্জা ফখরুল) বলেছেন, গাজীপুরে নাকি নির্বাচন হবে না। কেন নির্বাচন হবে না? আমরা কুমিল্লায় হেরেছি, রংপুরে হেরেছি। তারপরেও কি খুলনায় নির্বাচন হচ্ছে না? গাজীপুরের নির্বাচন কি এগিয়ে যাচ্ছিল না? তিনি বলেন, আমরা তো জানতাম না। আদালত একটা নির্দেশনায় স্থগিত হয়েছে। দুদিন আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যেকোনো মুহূর্তে গাজীপুরে নির্বাচন হবে, তোমরা কার্যক্রম অব্যাহত রাখ।

সর্বশেষ খবর