বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

বজ্রপাতে এক দিনেই মারা গেল ৩১ জন

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে গতকাল আরও ৩১ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ—

হবিগঞ্জ : হবিগঞ্জে পৃথক বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। তারা হলেন নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ণ পাল ও আমড়াখাই গ্রামের হাবিবুল্লাহর ছেলে আবু তালিব; মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামচরণ সরকারের  ছেলে জওহরলাল সরকার; লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জাহেদ মিয়ার ছেলে শফিক মিয়া; সুনামগঞ্জের ধাইপুর গ্রামের বসন্ত দাসের ছেলে স্বপন দাস ও সিরাজগঞ্জের নওশের মিয়ার ছেলে জয়নাল মিয়া। এ ছাড়া  আহত হয়েছেন ৪ জন।  এদিকে লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে ধান কাটার সময় বজ পাতে গুরুতর আহত হন শফিক মিয়া। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুপুরে নবীগঞ্জের বৈলাকপুর হাওরে নারায়ণ পাল ও আবু তালিব নিহত হন। একই সময়ে মাধবপুরের পিয়াইম হাওরে নিহত হন জওহরলাল সরকার।

সিরাজগঞ্জ : কাজিপুরে বজ পাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি চরে এ ঘটনা ঘটে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, পানাগাড়ি চরে নিজের খেতে কাজ করছিলেন কৃষক সমতুল্লাহ। এ সময় বৃষ্টির সঙ্গে বজ পাত হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজশাহী : বজ পাতে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে তানোর উপজেলার দুবইল ও বাতাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই কৃষক আহত হন। নিহত দুজন হলেন বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে আনসার আলী (৪০) ও দুবইল নামোপাড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে সোহাগ আলী (১৮)। অন্যদিকে একই সময় দুবইল মাঠে জমিতে সেচ দিতে গিয়েছিলেন কলেজছাত্র সোহাগ আলী। এ সময় বজ পাত হলে তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়ায় আলাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি বজ পাতে নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অন্যদিকে বিভিন্ন উপজেলায় বজ পাতে আরও ৮ জন আহত হয়েছেন। ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় বজ পাতে পঞ্চম শ্রেণির চার ছাত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪৬ নম্বর পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান, বৃষ্টির সময় বাচ্চারা স্কুলের বারান্দায় খেলছিল। একপর্যায়ে বিকট শব্দে বজ পাত হয়। তখন পঞ্চম শ্রেণির স্বর্ণা আক্তার (১০), তানজিনা আক্তার (১১), অন্তরা (১০) ও নুসরাত জাহান নৌরিন এর শিকার হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে গতকাল পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। তার মধ্যে একজন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও একজন গৃহবধূ। দুপুরে ভারি বৃষ্টিপাতের সঙ্গে বজ পাত হয়। এ সময় নিকলী উপজেলার ছাতিরচর পরিষদপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে শাহজালাল বাড়ির পাশের হাওরে জমিতে ধান কাটছিলেন। কাটা ধান ট্রলিতে করে বাড়িতে নেওয়ার সময় বজ পাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, একই সময় পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকায় সুধীরচন্দ্র বর্মণের স্ত্রী দীপালি রানী বর্মণ বাড়ির উঠানে কাজ করার সময় বজ পাতে আহত হন। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ : শাল্লা ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ পাতে এ ঘটনা ঘটে। শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমগীর হোসেন (২৫)। তিনি ইউনিয়নের কাশিপুর গ্রামের যুক্ত মিয়ার ছেলে। স্থানীয় মাচতুলী হাওর থেকে ট্রলিতে করে ধানবাড়ী যাওয়ার পথে তিনি বজ পাতের শিকার হন। এদিকে ধর্মপাশা উপজেলার কাইল্যানির হাওরে বজ পাতের ঘটনায় নিহত হয়েছন উজ্জ্বল মিয়া (১৫)। গাইবান্ধা : ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের চরে ধান কাটতে গিয়ে গতকাল মহর আলী (৩৫) নামে এক কৃষিশ্রমিক বজ পাতে নিহত হয়েছেন। মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে বজ পাতের শিকার হয়ে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহত স্কুলছাত্রের নাম সাইফুল ইসলাম আঙ্গুর (১২)। সে তালুকনগর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও তালুকনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নিহত আরেকজনের নাম ইয়াকুব আলী শেখ (৪৮)। তিনি দৌলতপুর উপজেলার বাঁচামরা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। নিহত দুই কৃষক উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের তারুন (৫৫) ও সেলিম (৩২)।

নীলফামারী : নীলফামারীর জলঢাকায় বজ পাতে দুজন নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম ডুগডুগি এলাকার মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী আসমা বেওয়া (৫৫) ও কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাই গ্রামের সফর উদ্দিনের ছেলে নুর আমিন (৪০)।

সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ পাতে এক যুবক নিহত হয়েছেন। তোয়াকুল ইউনিয়নের কামারগাঁওয়ে গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক (৩০) পাশের কোম্পানীগঞ্জ উপজেলার মোড়ারগাঁওয়ের চণ্ডু মিয়ার ছেলে। সোনারগাঁ : সোনারগাঁয়ে বজ পাতে কুলফি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বিকালের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা : কুমিল্লায় বজ পাতে সেলিম ও ইমন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকালে মুরাদনগরের যাত্রাপুর এলাকায় বৃষ্টির সময় জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ পাতে  সেলিম (১৭) ও ইমন  (১৫) মারা যায়। চাঁদপুর : কচুয়া উপজেলায় বজ পাতে জামাল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। জামাল নয়াকান্দি গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : সাইফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ সময় আজাদ মিয়া (৩৪) নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পওন ইউনিয়নের বড়পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। স্থানীয়রা আজাদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সর্বশেষ খবর