শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারকে চাপ দিলেন সুষমা স্বরাজ

গৌতম লাহিড়ী : নয়াদিল্লি

মিয়ানমারকে চাপ দিলেন সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দ্রুত ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে চাপ দিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ১০ মে তিনি দুদিনের সফরে মিয়ানমার যান। সেখানে তিনি রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট, স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাখাইন প্রদেশের ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। ভারত সরকার রাখাইন প্রদেশে পরিকাঠামো এবং বাসস্থান তৈরির জন্য সাহায্য করবে। ঘরছাড়া রোহিঙ্গাদের জন্য বাসস্থান তৈরি করে দেবে ভারত সরকার। সুষমা মিয়ানমারকে বলেছেন, কেবল ফেরত নেওয়াই নয়, রোহিঙ্গারা যেন নিরাপদে বাস করতে পারে তার উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে হবে এবং তা ধারাবাহিকভাবে করতে হবে। রাখাইন উপদেষ্টা পরিষদের সুপারিশ মতো মিয়ানমার সরকার যে উদ্যোগ নিয়েছে সুষমা স্বরাজ তার উল্লেখ করেন। এই সফরে ভারত ও মিয়ানমার সাতটি চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি রয়েছে। এই চুক্তি অনুসারে মিয়ানমারের নাগরিকরা এবং ভারতীয়রা স্থলপথে সীমান্ত অতিক্রম করতে পারবেন। অবশ্য তাদের পাসপোর্ট থাকতে হবে। মূলত স্বাস্থ্য, পর্যটন, তীর্থ করার জন্য এই সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় চুক্তি হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তদারকি করার জন্য। বাগান প্যাগোড়া সংস্কারের জন্য ভারত সরকার সাহায্য করবে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার বারবার ভারত সরকারের কাছে আগ্রহ প্রকাশ করছে তারা যেন রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য চাপ দেয়। এই প্রথম ভারত সরকার মিয়ানমার সরকারের ওপর সরকারিভাবে চাপ তৈরি করল।

সর্বশেষ খবর