শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকদের জন্য হাসপাতাল সমালোচিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিকিৎসকদের জন্য হাসপাতাল সমালোচিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, একটি কথা দুঃখজনক হলেও সত্য যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কিছু ইন্টার্ন চিকিৎসকের সেবা, রোগীর স্বজনের সঙ্গে ব্যবহার নিয়ে নানা অভিযোগ আলোচিত হচ্ছে। এ নিয়ে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নানাভাবে সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে। এসব অভিযোগ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত, একজন রোগীর কাছে চিকিৎসকই একমাত্র ভরসা। তিনি বলেন, আবার অনেক ক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনদের অযাচিত আচরণে বিব্রত হন চিকিৎসক।

চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল ৫৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন। ডা. আবুল হোসেন ভূঁইয়া শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রণবকুমার চৌধুরী, অধ্যাপক ডা. অশোককুমার দত্ত, ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন প্রমুখ। ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে সিটি মেয়র বলেন, ‘আমি জেনেছি আপনারা এই প্রতিষ্ঠানের বেস্ট ব্যাচ অর্জনের স্বীকৃতি পেয়েছেন। আপনাদের সেবা, মানসিকতা, উদারতা, ধৈর্য সব মাপকাঠিতেই বেস্ট হতে হবে। পুরনো সব অচলায়তন আর আলোচনা-সমালোচনা পেছনে ফেলে নতুন দিনের সূচনার ভার আজ থেকে আপনাদেরই হাতে। আপনাদের হাতেই অর্পিত হয়েছে এই গুরুদায়িত্ব।

সর্বশেষ খবর