শুক্রবার, ১৫ জুন, ২০১৮ ০০:০০ টা

আর্জেন্টিনার জন্য কিংবদন্তি ম্যারাডোনার শুভ কামনা

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার জন্য কিংবদন্তি ম্যারাডোনার শুভ কামনা

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল। প্রতিপক্ষ নবাগত আইসল্যান্ড। মাঠে নামার আগে মেসিদের শুভ কামনা করেছেন ১৯৮৬ বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। তিনি বলেন, দেশকে সাফল্য এনে দিতে মেসিরা মাঠে নিজেদের উজার করে দেবেন। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। শুরুটা ভালো করতে হবে। বড় জয় পেলে দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে। পরবর্তীতে যা দলের শক্তির টনিক হিসেবে কাজ করবে। কোনো আর্জেন্টাইন চাইবে না রাশিয়া থেকে মেসিরা ব্যর্থ হয়ে ফিরে আসুক। আমার বিশ্বাস আবারও আমরা বিজয় উদযাপন করব।’ ম্যারাডোনা বলেন, ‘দেশকে বিশ্বকাপ জেতালাম। অথচ অনেকে আমাকে ভুল বোঝেন। দলের কোনো সমালোচনা করলেই মনে করেন আমি মেসিদের ভালো চাই না। সমালোচনা মানুষ কখন করে যখন কোনো কিছুর ভুল খুঁজে পায়। আর্জেন্টিনা মেসির ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে যে, যা আমার ভালো লাগছে না। ছেলেটাকেতো খেলতে দিতে হবে। ওর ওপর বেশি প্রত্যাশা করা মানে চাপে ফেলে দেওয়া। আমি আবারও বলছি মেসি যদি চাপমুক্ত হয়ে খেলতে পারে আমার বিশ্বাস বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কেউ পাত্তা পাবে না।

সর্বশেষ খবর