রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আলোচনায় রোনালদো

ক্রীড়া ডেস্ক

‘কালো চিতা’ খ্যাত ইউসেবিও পারেননি। লুইস ফিগোও পর্তুগালকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেননি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন পর্তুগিজদের স্বপ্ন পূরণ করতে? অবশ্য এতক্ষণে পাঠকরা জেনেই গেছেন, উরুগুয়ের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের ভাগ্যে শিকা ছিঁড়েছে কিনা!

ইউসেবিও ও ফিগোর পর পর্তুগালের সবচেয়ে বড় তারকা রোনালদো। অবশ্য সিআর-৭ দুই গ্রেটকেও ছাপিয়ে গেছেন ইতিমধ্যে। পাঁচবার বিশ্বসেরা ফুটবলার হওয়ার খেতাবও জিতেছেন রোনালদো। তার হাত ধরেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছে পর্তুগাল। বলতে গেলে রোনালদো একই পর্তুগিজদের ট্রফি এনে দিয়েছেন। এবার বিশ্বকাপেও দুর্দান্ত শুরু করেছেন। প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক। রোনালদোর তিনটি গোলই ছিল অসাধারণ। বিশেষ করে ফ্রি-কিকের গোলটির কথা ভুলতে পারবেন না ফুটবল ভক্তরা। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে পর্তুগাল জিতেছে রোনালদোর একমাত্র গোলেই। যদিও ইরানের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন। তবে পর্তুগাল একাই নকআউটে নিয়ে গেছেন রোনালদো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর