রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সাক্ষাৎকারে ডিজি র‌্যাব

জঙ্গি দমনে বাংলাদেশ এখন এক বিস্ময়

সাখাওয়াত কাওসার

জঙ্গি দমনে বাংলাদেশ এখন এক বিস্ময়

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্য অনেক দেশের কাছেই বিস্ময়। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মতো ঘটনাও আমরা মাত্র ১১ ঘণ্টায় শেষ করতে পেরেছি। অনেক পশ্চিমা দেশে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই থেকে চার দিন লাগে। হলি আর্টিজানে আমাদের সাফল্যের সিগন্যালও আন্তর্জাতিক মহল পেয়েছে। আমাদের দেশে বিদেশি জঙ্গি এসে কোনো ধরনের ঘাঁটি তৈরির সুযোগ নেই। তিনি বলেন, জঙ্গি ও মাদক ব্যবসায়ীর জন্য আলাদা কারাগার প্রয়োজন। এসব অপরাধীকে ডি-র‌্যাডিকালাইজেশনের জন্য প্রয়োজন কাউন্সিলিং। র‌্যাব মহাপরিচালক ২৮ জুন তার দফতরে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। বেনজীর বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দিক থেকে হলি আর্টিজান হামলা অবশ্যই আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। গোটা জাতির জেগে ওঠার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ হামলা। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী কিন্তু ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবিলা করেছে। সেই সংগ্রামে দেশের সব শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে মিডিয়া আমাদের সঙ্গে ছিল। সব আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রয়াস নিয়েছে। হলি আর্টিজান-পরবর্তী র‌্যাবের সাফল্যের বিষয়টি তুলে ধরে বেনজীর বলেন, শুধু র‌্যাবই ২০১৬ সালের ১ জুলাই থেকে ১৫৬টি অভিযান পরিচালনা করে ৪৮৬ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া অতিরিক্ত ৮টি লাইভ অপারেশন করেছে র‌্যাব, যেখানে গোলাগুলি করতে হয়েছে। এতে ২১ জঙ্গি নিহত হয়েছে। অভিযান গ্রেফতারের বাইরে আমরা লাখ লাখ সামাজিক পোস্টার, কাউন্টান্যারেটিভ বের করেছি, টিভি স্পট তৈরি করেছি। আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। মানুষকে উদ্বুদ্ধ করেছি। এর মধ্যে সাত জঙ্গির আত্মসমর্পণ ছিল ইউনিক ঘটনা। মুন্সীগঞ্জে প্রগতিশীল লেখক প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা এবং ড. জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি খুব ছোট এবং লোকাল গ্রুপ করেছে। আমরা সব গ্রুপকে ওয়াচের মধ্যে আনার চেষ্টা করেছি। এক্ষেত্রে আত্মতুষ্টির কিংবা সন্তুষ্টির কোনো অবকাশ নেই। নতুন করে যাতে কেউ জঙ্গিবাদে না জড়াতে পারে সে জন্য রি-র‌্যাডিকালাইজেশন এবং কাউন্টার র‌্যাডিকালাইজেশন প্রোগ্রাম চালাতে হবে। আগামী নির্বাচনকে জঙ্গিরা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে কিনা জবাবে বেনজীর আহমেদ বলেন, এগুলো তথ্যভিত্তিক নয়, ধারণাভিত্তিক আশঙ্কা। তবে কোনো আশঙ্কাকেই আমরা উড়িয়ে দেব না। গুরুত্ব দিয়ে দেখব।

সর্বশেষ খবর