রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ঢাকা সফরে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক থেকে রওয়ানা দিয়েছেন। গতকাল মধ্য রাতে তাদের ঢাকা পৌঁছানোর কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, তারা আগামীকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাদের সঙ্গে থাকবেন  জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট পিটার মাউরা। এর আগে ঢাকায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন। মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক ফিরবেন জাতিসংঘ মহাসচিব। সূত্র জানায়, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান থাকাকালে ২০০৮ সালে একবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন। জাতিসংঘ মহাসচিব হিসেবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর। গত বছর বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস পালনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট পিটার মাউরা আসছেন মিয়ানমারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষ করে।

সর্বশেষ খবর