রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সংখ্যালঘুরা প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সংখ্যালঘুরা প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, রংপুরের ঠাকুরপাড়া, কক্সবাজারের উখিয়া, রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও তাণ্ডবের ঘটনায় পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদের মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত করার যে সংস্কৃতি চালু করেছে তাতে সংখ্যালঘুরা প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলছে। এ অবস্থা চলতে থাকলে আমাদেরও কঠোর পদক্ষেপ নিতে হবে। গতকাল রংপুর পুলিশ হলে সংগঠনের রংপুর বিভাগীয় সমাবেশে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় স্থাপন, সংখ্যালঘু কমিশন গঠন, আদিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, পাহাড়িদের ভূমি অধিকার প্রদান এবং ইসলামী ফাউন্ডেশনের মতো সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে ৫ দফা দাবি জানানো হয়েছে।

সর্বশেষ খবর