বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এই কূটনীতিকের নাম ঘোষণা করেন।

বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মিলার বাংলাদেশে নিযুক্ত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। তবে বাংলাদেশে যোগদানের আগে মিলারের মনোনয়নের বিষয়টি যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ কংগ্রেসের অনুমোদন লাগবে। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দফতরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। ২০১৪ সাল থেকে বতসোয়ানার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মিলার বিদেশে যুক্তরাষ্ট্রের ছয়টি মিশনে নেতৃস্থানীয় ভূমিকা পালনসহ কূটনীতিক নিরাপত্তা সেবাবিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। মিলার ২০০৪-০৭ সাল পর্যন্ত জাকার্তায়, ২০০৭-০৮ সাল পর্যন্ত বাগদাদে, ২০০৮-১১ সাল পর্যন্ত নয়াদিল্লি দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১-১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসুলার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলার। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কোর্পস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মিলার। এ সময় তিনি সম্মানসূচক মেরিন কমান্ডেশন মেডেল ‘ভি’ (ভেলর) ডিভাইস, নেভি অ্যাচিভমেন্ট মেডেল ও কমব্যাট অ্যাকশন রিবন সম্মাননা লাভ করেন।

সর্বশেষ খবর