শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
উৎকণ্ঠা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে

বাড়তি নজর থাকবে ১১৪ কেন্দ্রে

রাজশাহী

জুলকার নাইন, রাজশাহী থেকে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে মহানগর পুলিশ। এগুলোতে বাড়তি নিরাপত্তা ও পর্যবেক্ষণ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য পোলিং এজেন্টদের তালিকা সাধারণত ভোট গ্রহণের দিন নেওয়ার কথা থাকলেও এবার অগ্রিম চাওয়া হয়েছে। এ নিয়ে রাজশাহীতে তৈরি হয়েছে অবিশ্বাস ও অনাস্থা। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, এলাকাভিত্তিক ভোট কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, জনসংখ্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দিক বিবেচনা করে ১১৪টি কেন্দ্রকে  ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রেই র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েনের মাধ্যমে ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান. ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। এবার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৭টি থেকে বেড়ে ১৩৮টি হয়েছে। বর্ধিত ভোট কেন্দ্রটি হচ্ছে অনন্যা শিশু শিক্ষালয়। এটি মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড এলাকায়। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রার্থীর পক্ষে দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শেষ করেছে নির্বাচন কমিশন। জানা যায়, এবারের নির্বাচনে রাজশাহীতে মোট প্রার্থীর সংখ্যা ২১৭ জন। এর মধ্যে মেয়র পদে আছেন পাঁচজন। এরা হলেন— আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও স্বতন্ত্র মুরাদ মোর্শেদ। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১৬০ জন প্রার্থী। এ ছাড়া এসব ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন। গত ১৩ জুলাই রাজশাহী সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেদিন থেকেই নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ১০ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে।

পোলিং এজেন্টের তালিকা অগ্রিম চায় ইসি : রাজশাহী সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টদের তালিকা আগেভাগেই হাতে চায় কমিশন। রাজশাহীতে প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের এক অনুষ্ঠানে প্রার্থীদের প্রতি এ আহ্বান জানান ইসির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। তবে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে এ আহ্বানে সাড়া দিতে চায় না বিএনপি। আগাম তালিকা দেওয়াকে ঝুঁকি হিসেবেই দেখছেন অনিবন্ধিত রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থীও। তবে তালিকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছেন না সরকার দলীয় প্রার্থী। ইসির এ আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলেই কেবল তারা নির্বাচন কমিশনের হাতে পোলিং এজেন্টদের তালিকা দেবেন। তবে বিএনপির পোলিংয়ের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার দাগি আসামিও থাকতে পারে। তাই গ্রেফতার এড়াতে তারা তালিকা দিতে চায় না-এমন মন্তব্য করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন জানান, তালিকা দিতে তিনি প্রস্তুত।

সর্বশেষ খবর