শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

শুধু নামেই গণতন্ত্র পাকিস্তানে

জয়শ্রী ভাদুড়ী

শুধু নামেই গণতন্ত্র পাকিস্তানে

জয় নিশ্চিত হওয়ার পর ইমরান খানের সমর্থকদের উল্লাস —এএফপি

সেনাবাহিনীর হস্তক্ষেপেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান। আর এরই মধ্য দিয়ে গণতন্ত্র থেকে আরও দূরে সরে যাচ্ছে পাকিস্তান। এমন অভিমত কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এ ব্যাপারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, পাকিস্তানের গণতান্ত্রিক   পন্থার নির্বাচনকে পৃথিবীর গণতন্ত্রকামী মানুষদের একজন হিসেবে স্বাগত জানাই। কিন্তু এটি একটি বিতর্কিত নির্বাচন। নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং সেনাবাহিনী ক্ষমতায় কাকে বসায় সেটাই এখন দেখার বিষয়। তিনি আরও বলেন, পাকিস্তানের নির্বাচনে ভীষণ রকমের কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে ওই দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো।

পাকিস্তানের শুরু থেকেই ক্ষমতা আছে আসল শাসক অর্থাৎ সেনাবাহিনীর হাতে। পাকিস্তানের স্বনামধন্য ম্যাজিক্যাল খেলোয়াড় অধিনায়ক ইমরান খানের দল তুলনামূলক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখন ছোট দলগুলোর সঙ্গে কোয়ালিশন করে তিনি সরকার গঠন করতে পারবেন। তবে মাঠের খেলোয়াড় রাজনীতির মাঠে কতটুকু করতে পারবেন বা তাকে কতটুকু এগুতে দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানে সব সময়ই ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। গণতন্ত্র সেখানে দুরূহ ব্যাপার। যতদিন না পাকিস্তানের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে ততদিন ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে। পাকিস্তানের বর্তমান টানাপড়েন সম্পর্কে জানতে চাইলে পাকিস্তান বিষয়ে বিশেষজ্ঞ জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার বলেন, পাকিস্তান কখনোই  স্থিতিশীল ছিল না। ওদের গণতন্ত্র শুধু নামে। ইমরান খানকে এখন কোয়ালিশন করে সরকার গঠন করতে হবে। আর এতেই সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় থাকে সেনাবাহিনী। তিনি আরও বলেন, পাকিস্তানে মূল ক্ষমতার চাবিকাঠি সব সময়ই ছিল সেনাবাহিনীর হাতে। নামে গণতন্ত্র আসলে সেনাশাসন। সেনাবাহিনী সব সময়ই চায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করুক। এতেই তাদের সুবিধা। সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করে যদি তাদের বেকায়দায় ফেলে অথবা ক্ষমতার একচ্ছত্র অধিকারে বাধা প্রদান করে, এই জন্য তারা সব সময়ই চায় সরকার গঠন করলে কোয়ালিশনেই করুক। গণতন্ত্রের পোশাকে তাদের শাসনক্ষমতা অব্যাহত রাখার এটাই সুযোগ।

সর্বশেষ খবর