শিরোনাম
শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আবারও আফসোসের হার

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মেজবাহ্-উল-হক

আবারও আফসোসের হার

ধারাভাষ্য কক্ষ থেকে চিৎকার করে আতাহার আলী খান বলছিলেন, ডিপ স্কোয়ার লেগে বিশাল গ্যাপ সাব্বির! ডিপ স্কোয়ার লেগে বিশাল গ্যাপ! কিন্তু মাঠের ক্রিকেটাররা তো আর ধারাভাষ্য শুনতে পান না। তাই আতাহারের আকুতি সত্ত্বেও সাব্বির কিনা ব্যাট চালালেন ডিপ মিড উইকেটে এবং যথারীতি ক্যাচ। একই আকুতি ছিল মুশফিকের কাছেও । কিন্তু সেই একই ভুল করলেন মুশফিকও। ডিপ মিড উইকেটে ক্যাচ। শেষ মুহূর্তে দুই বলে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তবে সাব্বির-মুশফিক আউট হওয়ার পরও ভালো সুযোগ ছিল টাইগারদের। শেষ ৫ বলে দরকার          ছিল ৮ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। কিন্তু মোসাদ্দেক বাইশগজে গিয়ে যেন বাংলাদেশের সব স্বপ্ন-আশা-আকাঙ্খার সমাধি রচনা করলেন। মহাগুরুত্বপূর্ণ সময়ে নিজে চার বলে তিন রান করে অপরাজিত রইলেন বটে কিন্তু বাংলাদেশকে পরিয়ে দিলেন পরাজয়ের মালা! ৩ রানের নাটকীয় জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরা ফেরাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় শেষ ওভারে মুশফিকের কি বেঙ্গালুরুর কথা মনে পড়ে গিয়েছিল! ২০১৬ টি-২০ বিশ্বকাপের যে ম্যাচে ভারতের বিরুদ্ধে ‘অসম্ভবকে সম্ভব’ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন তিনি, তারপর শেষ ওভারে ক্যাচ তুলে দিয়ে আউট। স্বপ্নভঙ্গ হয়ে যায় বাংলাদেশের। গতকাল গায়ানাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শেষ ৩ ওভারে জয়ের জন্য যখন দরকার ছিল ২৭ রান, ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের ওভারে পর পর দু বাউন্ডারি হাঁকিয়ে মোট ১৩ রান নিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। তারপর শেষ ওভারে সেই হোল্ডারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তার ৬৮ রানের লড়াকু ইনিংসটা যেমন সার্থকতা পেল না। তবে মুশফিক যে সত্যিকারের এক যোদ্ধা তা তিনি কাল আরেকবার বুঝিয়ে দিয়েছেন। কাল টস জিতে বাংলাদেশের ভুল সিদ্ধান্তের কারণে বাড়তি সুবিধা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টার্নিং উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে মাশরাফি যেন দ্বিতীয় ইনিংস বোলিং নিয়ে নিজের বিপদ ডেকে আনেন। টস হেরেও প্রথমে ব্যাটিং পেয়ে যেন উজ্জীবিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর সিমরন হিটমায়ারের ১২৫ রানের ইনিংসে ভর করে ২৭১ করেছিল ক্যারিবীয়রা। তবে ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোরের পেছনে বাংলাদেশের ফিল্ডারদের অবদানও কম নয়। সাকিব ৭৯ রানে হিটমায়ারের ক্যাচ ফেলে দিয়েছেন। রুবেল তার শেষ ওভারে দিয়েছেন ১৯ রান। এছাড়া একের পর এক ফিল্ডিং মিস। তারপরও ২৭২ রানের লক্ষ্যে তো প্রায় পৌঁছেই গিয়েছিল বাংলাদেশ। শুরুতে এনামুলের ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস। তারপর টার্নিং উইকেটে চার সিনিয়র ব্যাটসম্যান তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ক্যারিশম্যাটিক ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারের নাটকীয়তায় ২৬৮ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর