শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে আরও চারজন নিহত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে র‌্যাব এবং টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। এদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ খুন, ডাকাতি ও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে র‌্যাব ও পুলিশ সূত্র জানায়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর— চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১২০ কেজি গাঁজা, ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতরা হলেন— আনোয়ার হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।  ডালিমের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দুটি এবং আনোয়ারের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদকের মামলা আছে বলে জানায় র‌্যাব।  র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান বলেন, ‘কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে আসার খবরে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি কারে তল্লাশি চালানোর জন্য থামানোর চেষ্টা করলে র‌্যাবকে লক্ষ্য করে প্রাইভেট কার থেকে গুলি ছোড়ে। র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র , মাদক ও ছিনতাই মামলাসহ ১২ মামলার আসামি নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাজমুল (২৮) এ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাগজান গ্রামের মোশারফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে আসার পথে মহাসড়কের চরপাড়া নামক স্থানে পৌঁছালে নাজমুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশের গাড়িতে থাকা নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে নাজমুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর