শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় ভারত : হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় ভারত : হাওলাদার

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র বজায় থাক এটা চায় ভারত। তারা সব সময়ই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। গতকাল  জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

তিনি এসব কথা বলেন। বুধবার চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, সাইফুদ্দিন আহমেদ মিলন, মেজর (অব.) খালেদ আখতার, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর শিকদার লোটন প্রমুখ। রুহুল আমিন হাওলাদার বলেন, ১৭ জুলাই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দিল্লি সফরের আমন্ত্রণ জানান পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। এরই পরিপ্রেক্ষিতে ওই সফর। সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে জাপা মহাসচিব বলেন, ভারতের নেতারা বলেছেন, তাদের সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় দেখতে চায়। তারা একান্তভাবে প্রত্যাশা করেছেন, যেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। ভারত সব সময়ই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান দেশটির নেতারা। সংসদে জাপার ভূমিকা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারে দায়িত্ব পালন করে বিরল দৃষ্টান্ত গড়েছে বলে উল্লেখ করেছেন সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাদের নৈতিক সমর্থন সব সময় অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর