শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্ধ ৫৭ ধারার অপপ্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্ধ ৫৭ ধারার অপপ্রয়োগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলছেন, আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ হয়। ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে ওই ধারার অপপ্রয়োগ বন্ধ হবে। ডিসি সম্মেলনের তৃতীয় দিন গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে গৃহায়ণ ও গণপূর্ত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বস্তুতপক্ষে আইনটির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এর অপপ্রয়োগ। অপপ্রয়োগ যাতে না হতে পারে সেই জায়গাটা নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য। ৫৭ ধারাসংক্রান্ত যেসব অপরাধ ছিল নতুন আইনে পুলিশ সেসব বিষয়ে সরাসরি ব্যবস্থা নিতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের অনুমতিক্রমে কেবল ব্যবস্থা নেওয়া যাবে। ফলে অপপ্রয়োগের জায়গাটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৫৭ ধারায় মামলা হয় না দাবি করে মন্ত্রী বলেন, ৫৭ ধারা বস্তুতপক্ষে ডেড। ডিজিটাল নিরাপত্তা আইন বুধবার স্থায়ী কমিটিতে প্রায় চূড়ান্ত করা হয়েছে। সেটি পাস হওয়ার পরে ৫৭ ধারা নামক কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না, সুতরাং এটা নিয়ে টেনশনেরও কোনো কারণ নেই।

সর্বশেষ খবর