শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিদেশে মর্যাদা হানিকর কাজ নয়

নিজস্ব প্রতিবেদক

বিদেশে মর্যাদা হানিকর কাজ নয়

শান্তিরক্ষা মিশনগামী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। দেশের মর্যাদা ও গৌরব অক্ষুণ্ন রাখতে পুলিশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই দেশের মর্যাদা হানিকর কাজ করা যাবে না। গতকাল সকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হাইতিগামী ১৪০ জন পুলিশ সদস্যের উদ্দেশ্যে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংকালে এ কথা বলেন আইজিপি। শান্তিরক্ষা মিশনে এসব পুলিশ সদস্যের কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্বে থাকবেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ। আইজিপি বলেন, পুলিশকে দায়িত্ব পালনকালে শৃঙ্খলাবোধ ও নৈতিকতাকে সর্বাধিক ওরুত্ব দিতে হবে। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।  অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মহসিন হোসেন ও ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর