শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পরিবহন সংকটে বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক

টানা পাঁচ দিনের পরিবহন সংকটে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মাছ, মাংস, সবজি ও চালের দাম আরেক দফা বেড়েছে। প্রতিটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। তবে ডিম এবং মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, পেয়াজ, আলু, ভেন্ডি, লাউ, শসাসহ সব ধরনের সবজি।  গতকাল রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া  গেছে। গত সপ্তাহে এসব বাজারে বেশিরভাগ সবজির কেজি ৩০ টাকার মধ্যে বিক্রি হলেও গতকাল ৪০ টাকার নিচে কোনো সবজি বিক্রি হয়নি।  সবজির এ দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। পাশাপাশি চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। ফলে অনেকেই সবজিবোঝাই পরিবহন আনতে ভয় পাচ্ছেন।  যে কারণে চাহিদার তুলনার বাজারে সবজির সরবরাহ কম। ফলে দাম  বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো সবজির মধ্যে বাজারে এখনো সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো এবং বরবটি। প্রায় সব বাজারেই পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে। তবে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে এখন ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যবসায়ী মো. খলিল মিয়া বলেন, বাজারে এখন সব সবজিই পাওয়া যাচ্ছে। তবে সরবরাহ কিছুটা কম। যে কারণে দাম কিছুটা বেশি। কয়েক দিনের টানা বৃষ্টিতে বেশ কিছু খেত নষ্ট হয়ে গেছে। এর সঙ্গে এখন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সব কিছু মিলিয়ে সবজির দাম বেড়ে গেছে। সবজি তো রাতে বহন করা হয়। কিন্তু অনেক পরিবহন মালিক ভয়ে ঢাকায় সবজি বহনকারী পরিবহন পাঠাচ্ছেন না। যে কারণে সবজির সরবরাহ কিছুটা কম। গত সপ্তাহের মতোই ১০৫-১১০ টাকা বিক্রি হচ্ছে ডিমের ডজন। সাদা বয়লার মুরগি ১৪০-১৫০ টাকা এবং লাল লেয়ার মুরগি ২৫০-২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মিরপুর মাজার রোডের ডিম ব্যবসায়ী মো. কাশেম বলেন, দুই সপ্তাহ ধরে ডিমের ডজন ১০৫ টাকা বিক্রি করছি। চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কম থাকায় ডিমের দাম বেড়ে গেছে। তবে দাম বাড়লেও বিক্রি কমেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর