শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফ্লোরিডায় সাকিবদের ডু অর ডাই ম্যাচ

মেজবাহ্-উল-হক

হারলেই সিরিজ শেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপে মিশ্র অভিজ্ঞতা নিয়ে সাকিবরা এখন আমেরিকায়। টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজ জয়, অতঃপর প্রথম টি-২০-তে বড় ব্যবধানে হার। টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ভোর ৬টায় (বাংলাদেশ সময়) ওয়েস্ট ইন্ডিজের  মুখোমুখি হবে টাইগাররা। সেন্ট কিটসে অ্যান্ড নেভিসে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি সাকিবরা। তবে পরের ম্যাচ দুটি যেহেতু নতুন কন্ডিশনে, তাই স্বপ্ন দেখছে বাংলাদেশ। একমাত্র সাকিব ছাড়া দলের আর কোনো সদস্যের খেলার অভিজ্ঞতা নেই ফ্লোরিডায়। বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন এই ভেন্যুতে। তবে ঘরোয়া লিগের উইকেটের চেয়ে এই ম্যাচের উইকেট আরও ভালো হবে বলে মনে করেন সাকিব, ‘সিপিএলের শেষ আসরে যখন খেলেছি, তার চেয়ে এখনকার উইকেট ভালো হবে বলে আশা করছি। তারপরও আগে থেকে কিছু বলা যায় না। অনেক সময় উইকেট দেখে একই রকম মনে হলেও ভিন্ন আচরণ করতে পারে।’

ফ্লোরিডা হচ্ছে ক্যারিবীয়দের জন্য খুবই পয়মন্ত এক ভেন্যু। এই মাঠে তারা টি-২০তে হারেনি। ওয়েস্ট ইন্ডিজ চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ফ্লোরিডায়। তার মধ্যে একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, বাকি তিন ম্যাচেই তারা জিতেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল। আর ভারতের বিরুদ্ধে ২৪৫ রান করে ১ রানে নাটকীয় জয় পেয়েছিল। তাই এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা। টাইগাররাও সিরিজে ফিরতে মরিয়া। তাই প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচে ক্যারিবীয়দের রুখতে বদ্ধপরিকর বাংলাদেশ। তা ছাড়া এই ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত সাকিবরা। আমেরিকার মাটিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ বলে কথা!

সর্বশেষ খবর