মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুই দিনে ৮০০ জামিনের অনুসন্ধান হবে

নিজস্ব প্রতিবেদক

দুই দিনে ৮০০ জামিনের অনুসন্ধান হবে

ঈদুল আজহার আগে শেষ দুই কার্যদিবসে প্রায় ৮০০ আসামিকে জামিন দেওয়ার ঘটনাটি অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের বিষয়ে জানতে চাইলে গতকাল সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ১০ ঘণ্টায় ৮০০ জনের জামিন-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এমন অবিশ্বাস্য গতির জামিনের দেখা মিলেছে ঢাকার সিএমএম আদালতে ঈদের আগে শেষ দুই কার্যদিবসে। ওই দুই দিন আবেদন করা শতকরা ৮৫ ভাগ ভাগ্যবানই জামিন পেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমন ঘটনা বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর আর ঘটেনি। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরের ভিতরে অপরাধ বা সন্দেহজনকভাবে কাউকে ধরা হলে তাদের হাজির করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। এখানে কারও জামিন মিলবে কিনা- তা প্রাথমিকভাবে নির্ধারণ করে দেয় এই আদালত। পরিসংখ্যান বলছে, স্বাভাবিকভাবে প্রতিদিন প্রায় ৮০-৯০ জন জামিন পান এ আদালত থেকে। তবে এবার ঈদুল আজহার আগে শেষ দুই কর্মদিবসে ৮০০ জনকে জামিন দেয় ঢাকার সিএমএম আদালত। এর মধ্যে অজ্ঞান পার্টির সদস্য, ছিনতাইকারী, ইয়াবা মামলার আসামিও রয়েছেন। জানা গেছে, ১৯ আগস্ট ৪০৭ জন জামিন আবেদন করেন। এর মধ্যে ৩১৭ জন জামিন পেয়েছেন। আর ২০ আগস্ট ৫৯০ জন আবেদন করে ৪৩২ জন জামিন পান। দুই দিনে ৭৪৯ জন জামিন পাওয়ার ঘটনাটি নজিরবিহীন বলছেন অনেকেই।

সর্বশেষ খবর