বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধ রুখতে পারেনি মাদকবাণিজ্য

‘মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে’ স্লোগান তুলে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালালেও সর্বনাশা মাদকবাণিজ্য রুখতে পারেনি। মে মাসের ৪ তারিখ কঠোর অ্যাকশন অভিযান শুরু হলে এ পর্যন্ত দুই শতাধিক মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত এবং প্রায় ৪০ হাজার গ্রেফতার হয়। জনসমর্থিত সর্বনাশা মাদকবিরোধী অভিযান এখনো যেমন চলছে তেমনি ইয়াবাসহ মাদক আমদানি ও সরবরাহও চালু রয়েছে। মিয়ানমার থেকে ইয়াবার রাজধানী খ্যাত টেকনাফ হয়ে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে।

 

ট্রানজিট এখনো ঢাকা
মাদক আনছে কারা
হাত বাড়ালেই মিলছে
বন্ধ হয়নি ইয়াবা গেট

সর্বশেষ খবর