বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি না

নিজস্ব প্রতিবেদক

আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি না

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে অতীতের সরকারের মতোই বর্তমান সরকারও ষোলো আনা দায়ী। আপনারা তামাশার নির্বাচন বন্ধ করুন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে আর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।’ গতকাল রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সমন্বয়কারী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি না। বরং সরকার আরেকটি একতরফা নির্বাচনের আয়োজন করছে। এতে বিদ্যমান সংকটের নিরসন হবে না।’ সেলিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এটা নিয়ম রক্ষার নির্বাচন। পরে সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করা হবে। কিন্তু গত পাঁচ বছরেও সেই নির্বাচন হয়নি। তাই এখনো বলছি, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

সর্বশেষ খবর