বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দম্ভোক্তি করে হাসির খোরাক ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

দম্ভোক্তি করে হাসির খোরাক ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তার ভাষণের সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিকাশ নিয়ে দম্ভোক্তিমূলক মন্তব্য করে বিশ্ব নেতাদের হাসির পাত্র হয়েছেন। গত  মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন অর্থনীতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। এরপরই অডিয়েন্সে থাকা বিশ্ব  নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। সূত্র : রয়টার্স।

এ সময় ট্রাম্প তার প্রশাসনেরও প্রশংসা করছিলেন। এ প্রসঙ্গ নিয়ে কথা বলতেই হাসির রোল পড়ে যায় সভাকক্ষে। ফলে খানিকটা অপদস্ত হলেও পরিস্থিতি সামলে নেন মার্কিন  প্রেসিডেন্ট। সভায় দেরিতে এসে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই নিজের ভাষণ শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকরী প্রশাসন হিসেবে তুলে ধরেন তার সরকারের কাজকে। প্রশংসা করেন তার সেনাবাহিনীর। পাশাপাশি মার্কিন মুলুকে তার প্রশাসন যা কাজ করেছে, তা মার্কিন ইতিহাসে কেউ করেনি- বলে দাবি করেন তিনি। আর ট্রাম্পের এসব বক্তব্যে সভাকক্ষে হাসাহাসি শুরু হয়ে যায়। উল্লেখ্য, বহুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্টের জাতীয়তাবাদী নীতি নিয়ে সমালোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে। পাশাপাশি, ‘প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড’, ‘নর্থ আটলান্টিক ট্রিটি’ নিয়ে ট্রাম্পের নেতিবাচক মনোভাবেরও বেশ সমালোচনা করে আন্তর্জাতিক রাজনৈতিকমহল। তারপর ফের একবার নতুন করে জাতিসংঘের সভায় ট্রাম্পের বক্তব্যকে ঘিরে এই নতুন পরিস্থিতি, নতুন করে মার্কিন  প্রেসিডেন্টকে শিরোনামে নিয়ে আনা হলো।

সর্বশেষ খবর