বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারের নির্দেশে তারিখ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তিতর্ক এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করা ন্যায়বিচারের পরিপন্থী। তিনি বলেন, বিনা বিচারে সাজা দেওয়ার উদ্দেশ্যে সরকারের নির্দেশে এই রায়ের দিন ধার্য করা হয়েছে। যা অন্যায় ও অবৈধ। গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তার আগে গতকাল সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণার দিন ধার্য করা হয়। ওই মামলার আসামি কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, হাই কোর্ট খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালাতে পারবে বলে যে আদেশ বহাল রেখেছে, আমরা তার বিরুদ্ধে আপিল বিভাগে যাব।

 বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। এজন্য তিনি আদালতে আসতে পারছেন না। তাই মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন করছি আমরা।

সর্বশেষ খবর