বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শুধু টিআইএনে ভোটে প্রার্থী হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

শুধু টিআইএনে ভোটে প্রার্থী হওয়া যাবে না

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচনে শুধু করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন দিয়ে প্রার্থী হওয়া যাবে না। টিআইএন নম্বরের সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের কপিও দেখাতে হবে। তিনি আরও বলেন, যারা ফ্ল্যাট বাসায় থাকেন, তাদের সবার কাছে  গিয়ে খোঁজ নেওয়া হবে তারা কর দেন কিনা। এমন উদ্যোগ খুব শিগগিরই নেওয়া হবে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল আয়োজিত ‘করজাল সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া। এতে প্রধান অতিথির বক্তব্য দেন— ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। কর কমিশনার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন— এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ ও সদস্য (আয়কর জরিপ ও পরিদর্শক) মোহাম্মদ গোলাম নবী প্রমুখ। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, জনগণের টাকায় চোর বাটপার লালন পালনের কোনো মূল্য নেই। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পালিয়ে যাবে। সেই টাকা জনগণের। ব্যাংকগুলোকে মূলধন দিচ্ছে সরকার। তাও জনগণের টাকায়। জনগণের ট্যাক্সের পয়সায় চোর বাটপারদের পুনর্বাসন করার সুযোগ নেই। মেয়র বলেন, জনগণের ট্যাক্সের পয়সার স্বচ্ছতা থাকতে হবে। তাহলে সবাই কর সঠিক সময়ে দিবে। এ বছর এনবিআরকে ১২০ কোটি টাকা দিয়েছে ডিএসসিসি।  সাঈদ খোকন বলেন, ঢাকা শহর থেকে শুধু ট্যাক্স আদায় করলে হবে না। গ্রামের অনেক জমির দাম বেড়েছে। সেখান থেকেও ট্যাক্স আদায় করতে হবে। না হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে না। এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া বলেন, সিটি করপোরেশনের নাগরিকদের বছরে ৫ হাজার টাকা মাত্র ট্যাক্স। যা অনেকে জানেন না কিংবা ভয়ে জানতেও চায় না। আগামী এক বছরের মধ্যে ট্যাক্স রেজিস্ট্রেশন দ্বিগুণ বাড়ানো হবে। রিটার্ন দাখিলের সংখ্যাও দ্বিগুণ বৃদ্ধি করা হবে। তিনি বলেন, এজন্য ট্যাক্স অফিসকে আয়কর মেলার রূপ দিতে হবে। সেই সঙ্গে ট্যাক্স অফিসের সব কর্মকর্তার ব্যবহার ভালো করার পাশাপাশি অফিসের পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর