রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভিন্ন মতলব থাকলে আমরাও প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

ভিন্ন মতলব থাকলে আমরাও প্রস্তুত

লোক দেখানো সংলাপে অংশ নিয়ে ভিতরে ভিতরে অন্য প্রস্তুতি নিলে সেই পরিস্থিতির জন্য আওয়ামী লীগও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৭ নভেম্বরের পর কোনো সংলাপ হবে না। গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন কাদের। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কাদের বলেন, আমরা সতর্ক আছি। কারও মনে যদি ভিন্ন কোনো মতলব থাকে, কেউ যদি লোক দেখানো সংলাপে অংশ নেয় এবং ভিতরে ভিতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি কেউ যদি নাশকতার ছক আঁকে এবং যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থার জন্য আমরাও প্রস্তুত। কেউ নির্বাচন বানচালের চক্রান্ত করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। সংলাপে বিএনপির অসন্তুষ্টি বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সবাই তো আর সন্তুষ্ট হবেন না। আমরা দলনেতার বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছি। ড. কামাল হোসেন বলেছেন, ভালো আলোচনা হয়েছে। কাজেই আমরা সেটা নিয়েই আপাতত থাকি। সংলাপের পর অধ্যাপক বি. চৌধুরীও ড. কামাল হোসেনের সুরেই কথা বলেছেন। মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত তারা করেননি। এ ব্যাপারে আমাদের মতোই জোরালো বক্তব্য রেখেছেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সংলাপের দাবির মধ্যে যেসব গ্রহণযোগ্য, সংবিধান লঙ্ঘন করবে না, সংবিধান সংশোধন করতে হবে না- সেসব মেনে নিতে কোনো আপত্তি নেই। কিছু বিষয় আছে ইলেকশন কমিশনের ব্যাপার। এগুলো ইসি সিদ্ধান্ত নেবে। বিকল্পধারার দাবি অনুযায়ী কিছু কিছু বিষয়ে ইলেকশন কমিশনকে বলার জন্য রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী অনুরোধ করবেন বলেও বলেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে সব সময় আশাবাদী হতে হয়। আমরা চাই, একটা সুষ্ঠু, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশন। সেজন্য নির্বাচনে সবাই অংশ নিক, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অংশ নেবে এটাই আমাদের প্রত্যাশা। এর কোনো ব্যত্যয় যদি হয় সেটা দেশের জন্য ভালো হবে না। জাতীয় পার্টি (জাপা) মহাজোটে থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমাদের যারা প্রতিপক্ষ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না তার ওপর নির্ভর করছে। এখন মেরুকরণটা যেখানে গিয়ে দাঁড়াবে সমীকরণ অ্যালায়েন্স ঠিক সে রকম হবে।

সর্বশেষ খবর