রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

উত্তপ্ত রাজপথ কারও জন্য শোভন নয়

নিজস্ব প্রতিবেদক

উত্তপ্ত রাজপথ কারও জন্য শোভন নয়

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশে নির্বাচন করতে পারবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে, তবে রাজপথ উত্তপ্ত হবে। তখন তা আমাদের কারও জন্য শোভন হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তথা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এতে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ। খন্দকার মাহবুব বলেন, সংবিধানের আলোকে দুটি উপায়ে নির্বাচন হতে পারে। তিনি বলেন— প্রধানমন্ত্রী, আপনি বলছেন সংবিধান। আমিও বলছি, সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদ দেখুন, সেখানে দুটি উপায়ে সংসদ নির্বাচন হতে পারে। সেখানে সংসদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে সংসদ বহাল রেখে নির্বাচন হতে পারে। এর পরে সংসদ বাতিল হয়ে যাবে। এ সময় জানুয়ারি মাসের পরে নির্বাচন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতে আপনার কথাও থাকবে, আমাদের কথাও থাকবে। তখন সংসদ বহাল থাকবে না। সর্বজনস্বীকৃত একজনকে নির্বাচন কমিশনের প্রধান করে আপনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ ভোট দেবে। নতুবা দেশে যে অরাজকতার সৃষ্টি হবে তা জনগণের জন্য মঙ্গল হবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি খালেদা জিয়ার মামলা প্রত্যাহার চাই না। তার প্রতি সুবিচার করা হোক। তাকে জামিনে মুক্তি দেওয়া হবে সুবিচার, সুশাসনের প্রথম পদক্ষেপ। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপেও বলেছি, তাকে জামিনে মুক্তি দেন। জামিন দিয়ে বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকুক। খালেদা জিয়ার কারও দয়ার প্রয়োজন নেই। কিন্তু সুবিচার হচ্ছে না। তিনি বলেন, এ দেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয়।

সর্বশেষ খবর