বর্তমান সরকারকে নির্বাচনকালীন সরকার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করছি আমরা। তাই শুধু রুটিন কাজ করছি। নীতিগত কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তার নিজ দফতরে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রীরা থাকছেন না। তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনে বিএনপির কারারুদ্ধ চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটুকু সংবিধান বুঝি— তাতে করে কারও যদি দুই বছরের বেশি সাজা হয়, তারপর জামিনে মুক্ত হলেও যতক্ষণ না তার সাজা আদালত মওকুফ করেন ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। বাণিজ্যমন্ত্রী আরও জানান, কাউকে যেন রাজনৈতিকভাবে হয়রানি না করা হয়, সে জন্য প্রত্যেক জেলায় সরকার নির্দেশনা পাঠিয়েছে।