রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাকিবের ২০০ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ২০০ উইকেট

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকার করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বল হাতে ডাবল সেঞ্চুরির সঙ্গে ব্যাট হাতে সাড়ে তিন হাজার রান— বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেট কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন। যে তালিকায় রয়েছেন কপিল দেব, জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথাম, গ্যারি সোর্বাস, অ্যান্ড্রু ফ্লিটনফ, শন  পোলক ও ড্যানিয়েল ভেট্টোরি। তবে     গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব ছাপিয়ে গেছেন ইয়ান বোথামকে। এই ইংলিশ কিংবদন্তি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ৫৫ ম্যাচ। কিন্তু সাকিব তার চেয়েও এক ম্যাচ কম খেলেছেন। তাই কিংবদন্তিদের ‘ছোট্ট’ এই তালিকায় সবার উপরে এখন সাকিব আল হাসান। এই কীর্তি গড়তে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব খেলেছিলেন ৭৩ ম্যাচ, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খেলেছেন ৭৫ ম্যাচ। গতকাল ক্যারিবীয় ওপেনার পাওয়েলকে মুশফিকের ক্যাচ বানিয়ে উইকেট শিকারের ডাবল সেঞ্চুরি পূরণ করেন সাকিব। বাংলাদেশি বোলারদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডারের ধারে কাছেও কেউ নেই। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিকের ঝুলিতে মাত্র ১০০ উইকেট। এছাড়া তাইজুলের উইকেট সংখ্যা ৮৮।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর