রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদাকে জেলে রেখে সুষ্ঠু ভোট হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

খালেদাকে জেলে রেখে সুষ্ঠু ভোট হতে পারে না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এ কথার মধ্যে কোনো ভুল নেই। এ কথা খুবই সত্যি। কিন্তু তার মানে  বেগম জিয়া জেল থেকে না বের হলে নির্বাচন করব না তাও বলিনি। আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা নিজের পথ তো পরিষ্কার করবই। খালেদা জিয়াকেও মুক্ত করব। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা       দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মান্না বলেন, আমরা চেয়েছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পর নির্বাচনে যাব। কিন্তু এখন কি বলতে পারব আমরা নির্বাচন করব না? সরকার তো সেটাই চায়। তারা জানে নির্বাচনে লড়াই হলে জিততে পারবে না। এ জন্য সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায়। আর আমরা যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চাই। তিনি বলেন, আসন্ন নির্বাচন অনেক কঠিন। আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার জন্য যে ২১ দিন সুযোগ পাব, তখন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা সারা দেশ চষে বেড়াব। আর জেলা পর্যায়ের নেতারা শুধু মানুষকে বোঝাবে। সরকার বলেছিল, ১৫ তারিখের পর কোনো বিরোধী নেতাকে গ্রেফতার করা হবে না। কিন্তু করেছে। এখনো গায়েবি মামলা দিয়ে যাচ্ছে। এসব কারণে জনগণের মধ্যে এই সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ জমেছে।

সর্বশেষ খবর