শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টার্গেট হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

টার্গেট হোয়াইটওয়াশ

মিরপুরে গতকাল অনুশীলনে টাইগাররা —বাংলাদেশ প্রতিদিন

আলাদা করে নয়, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজদের সঙ্গেই অনুশীলন করেন মাশরাফি বিন মর্তুজা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে আজ মিরপুরে। মাশরাফি প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে সিরিজের জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন টাইগার ওয়ানডে অধিনায়ক। মাশরাফি যখন প্রস্তুত হচ্ছেন ওয়ানডে সিরিজের জন্য, তখন সাকিব আল হাসান টার্গেট করেছেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের। দুই টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চার স্পিনার দিয়ে বিধ্বস্ত করে সাকিব বাহিনী চট্টগ্রাম টেস্ট জিতেছিল ৬৪ রানে। আজ আবার অভিষেক হতে পারে সাদমান ইসলাম অনিকের। হালকা ইনজুরি থাকলেও শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন মুশফিকুর রহিম। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। তাই বিশ্বসেরা অলরাউন্ডারের জ্বালাটা একটু বেশিই অন্যদের তুলনায়। যদিও আঙ্গুলের ইনজুরির জন্য ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ খেলেননি। ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামে চার স্পিনার নিয়ে অলআউট আক্রমণে বিধ্বস্ত করেছেন সফরকারীদের। ব্যাট ও বল হাতে পুরোপুরি না হলেও সাফল্য পেয়েছেন সাকিব। আশ্চর্য হলেও সত্যি, প্রতিপক্ষ ক্যারিবীয়দের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন চার স্পিনার।

অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। সবচেয়ে কম বয়সে টেস্টে ৫ বা ততোধিক উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লিখেছেন এই তরুণ অফ স্পিনার। অন্যদিকে অফ স্পিনার তাইজুল ইসলাম প্রথম ইনিংসে এক উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন বিধ্বংসী মেজাজে। ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের ব্যাটিং লাইন। মেহেদী মিরাজও পিছিয়ে ছিলেন না। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের দুই ইনিংসের সবগুলো উইকেট নিয়েছেন স্পিনাররা।

জয় পাওয়ার পরও চার স্পিনার নিয়ে খেলা অনেক বেশি কঠিন বলেন টেস্ট অধিনায়ক সাকিব, ‘চার স্পিনার নিয়ে খেলাটা এক্সাইটমেন্টের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং। স্পিনাররা সবাই চায় ভালো করতে। তাই প্রতিদ্বন্দ্বিতাটাও বেশি থাকে।’ মিরপুরে সর্বশেষ টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। এছাড়া সর্বশেষ ৫ টেস্টের চারটিতেই জয় টাইগারদের। তাই আত্মবিশ্বসটাও বেশি টাইগার অধিনায়কের, ‘আমরা ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।’ চট্টগ্রামের মতো মিরপুরের উইকেটও স্পিনারদের ঘূর্ণির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্পিন চতুষ্টয় কতটা ফায়দা লুটতে পারে উইকেট থেকে, সেটাই দেখার বিষয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর